৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৪

বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২০৭ পরিবারের ১২ লাখ টাকার টিন বিতরণ

সোনার সিলেট ডটকম
  • আপডেট শনিবার, এপ্রিল ২৭, ২০২৪,

মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নের সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যাগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২০৭টি পরিবারের মধ্যে ১২ লাখ টাকার ঢেউটিন বিতরণ করা হয়েছে।

দৌলতপুর, পকুয়া, চরিয়া, ভাগল, কান্দ্রিগ্রাম, নওয়াপাড়া, কবিরা গ্রামের ২০৭টি পরিবারের মধ্যে এই টিন বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাব।

এ উপলক্ষে শনিবার দুপুরে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাবেক সেক্রেটারী আজাদ আহমদের সভাপতিত্বে মাওলানা কমর উদ্দিনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ বিভাগের ছাত্র মাহেদুল ইসলাম।

সভায় বক্তব্য দেন নিজবাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক, ইউপি সদস্য এমরানুল হক বাবু,   দৌলতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী ইলিয়াছ আলী, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুস ছবুর, উত্তর শাহবাজপুর ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, কবিরা গ্রামের শিক্ষক ফয়জুল হক,দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আমেরিকা প্রবাসী আব্দুস সামাদ, লন্ডন প্রবাসী জেবুল আলম, কবিরা গ্রামের বেলাল আহমদ, চরিয়া গ্রামের সুহেল আহমদ, পকুয়া গ্রামের ঝন্টু বিশ্বাস, কান্দিগ্রামের কুতুব উদ্দিন, মুজিবুর রহমান মুজিব প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী লুৎফুর রহমান, হাজী আজির উদ্দিন সুনু, হাজী মাহির উদ্দিন, হাজী আব্দুস সামাদ, কবিরা গ্রামের মাস্টার আব্দুন নুর, হাজী আকবর হোসেন, লন্ডনপ্রবাসী হাজী নুর হোসেন, হাজী নজরুল ইসলাম, গণমাধ্যমকর্মী সাদেক আহমদ, দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের সভাপতি সেরওয়ান আহমদ, ব্যবসায়ী আতিকুর রহমান, জুবায়ের আহমদ জুবেল, মোস্তাক আহমদ সাহেল ও ময়নুল হক প্রমুখ।

সভায় বক্তারা সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির ভূঁয়সী প্রশংসা করে বলেন, যে কোনো বিপদে-আপদে প্রবাসীরা সর্বাগ্রে এলাকার মানুষের পাশে দাঁড়ান। প্রবাসীদের মতো সবাই যদি এরকম ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াত, তাহলে দেশ এগিয়ে যেতো, দেশের মানুষের উন্নতি হতো। বক্তারা দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক কাজের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একইসাথে তাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo