৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১:৫৪

বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যানের নামে অপপ্রচার, থানায় জিডি

ডেস্ক নিউজ
  • আপডেট শুক্রবার, এপ্রিল ২২, ২০২২,

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ বুধবার রাতে থানায় জিডি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, সুমন আহমদ গত বুধবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক খুলে দেখেন বিভিন্ন আইডি থেকে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনকে জড়িয়ে নানা রকম মিথ্যা ও মানহানিকর লেখা প্রচার করা হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo