সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এফআইভিডিবি দিশারি প্রকল্পের আয়োজনে রেজিলিয়েন্স ভলান্টিয়ারের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের হল রুমে অনুষ্ঠিত
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল মোত্তালেব সরকার ও দিশারি প্রকল্পের সুনামগঞ্জ জেলার মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার দীপংকর দে।
কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। আপনারা আপনাদের এলাকার মানুষদের উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন জনিত কারণে সৃষ্ট দূর্যোগের সময় ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। মানুষ যদি দূর্যোগের সময় খাদ্যের সঠিক উপাদান না পায় তাহলে স্বাস্থ্য ও পুষ্টির অভাব দেখা যায়। আপনারা এফআইভিডিবি এর মতো স্বনামধন্য প্রতিষ্টানের মাধ্যমে কাজ করার সুযোগ পাচ্ছেন। যেকোন দুর্যোগকালীন মুহুর্তে জনগণের জান মাল রক্ষার্থে ঝাঁপিয়ে পড়বেন। তিনি সকল পক্ষপাতিত্ত্বের উর্ধ্বে উঠে কাজ করার আহবান জানিয়ে বলেন যে কোন দূর্যোগকালীন সময়ে ভলান্টিয়ার হিসেবে কোন সমস্যা হলে স্থানীয় ভাবে ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা প্রশাসন এবং পিআইও অফিসার সাথে যোগাযোগ রাখবেন। তিনি যুগোপযোগী এমন কাজের জন্য এফআইভিডিবিকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুবায়ের পাশা, উপজেলা সমাজসেবা অফিসার গিয়াস উদ্দিন এবং ইউনিয়ন মোবিলাইজার ইমরান আহমদ ও নাজমা বেগম সহ প্রশিক্ষণার্থীরা। বিজ্ঞপ্তি