২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪০

তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩,

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক নারী। পরে তিন সন্তানের মৃত্যু হয়েছে। শিশুদের মা আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন- স্বামীর সঙ্গে অভিমান করে তিন সন্তান সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়াকে (৫) নিয়ে বিষপান করেন যমুনা বেগম নামের ওই নারী। তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন।

নিহতদের চাচা মিজানুর রহমান বলেন, ‘সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে হঠাৎ বাড়ির আশপাশের বাচ্চারা চিৎকার করে বলতে থাকে, ‘‘এরা বিষ খাইলাইছে’’। এরপর আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখি হাছাই (সত্যিই) মা ও বাচ্চারা বিষ খাইছে। এরপর সঙ্গে সঙ্গে তাদের জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সুনামগঞ্জ হাসপাতালে এনেও এদের বাঁচাইতে পারি নাই। তাদের পারিবারিক সমস্যা কিতা আছিল তা কইতাম পারতাম নায়।’

তিনি আরও বলেন, ‘জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার ও স্থানীয় ইউপি সদস্য একলিমুর রেজা চৌধুরী বলেন, ‘ওই নারী বাচ্চাদের নিয়ে সকালে বিষ খেয়েছে। পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।’

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বলেন, ‘সকালে বিষপান করা চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় তিনজনের রক্তচাপ পাওয়া যায়নি। মাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo