১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৮

রেলস্টেশনে রুশ রকেট হামলায় নিহত ৩০, দাবি ইউক্রেনের

ডেস্ক নিউজ
  • আপডেট শুক্রবার, এপ্রিল ৮, ২০২২,

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনীয়রা নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়ার সময় শুক্রবার (৮ এপ্রিল) এ হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত রেল কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানালেও তাৎক্ষণিকভাবে তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

ইউক্রেনীয় রেলওয়ে এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার বোমা হামলা থেকে বাঁচতে মানুষজন ক্রামতোর্স্ক শহর ছাড়ার সময় রেলস্টেশনটিতে জোড়া রকেট হামলা চালানো হয়েছে। পরে তারা জানিয়েছে, ক্রামতোর্স্ক রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

রয়টার্স প্রাথমিকভাবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণের শুরু থেকেই বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো দাবি করেছেন, রকেট হামলার সময় স্টেশনটিতে কয়েক হাজার মানুষ ছিল। তিনি বলেন, ‘রাশিস্ট’রা (রাশিয়ান ফ্যাসিস্ট) খুব ভালোভাবে জানতো যে, তারা কোথায় নিশানা করছে ও তারা কী চায়। তারা আতঙ্ক ও ভয়ের বীজ বপন করতে চেয়েছে।

কিরিলেঙ্কো অনলাইনে একটি ছবি প্রকাশ করেছেন যেখানে স্যুটকেস ও অন্যান্য লাগেজের স্তূপের পাশে বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাদের পাশে ফ্ল্যাক জ্যাকেট পরা সশস্ত্র পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে উদ্ধারকারীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে।

তবে রয়টার্স এসব ছবিরও সত্যতা নিশ্চিত করতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo