১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৮:২৭

সিলেটে সড়কে একদিনে প্রাণ গেল ৫জনের

ডেস্ক নিউজ
  • আপডেট শুক্রবার, এপ্রিল ২২, ২০২২,

সিলেট নগরী ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে প্রাণ গেল ৫ জনের।

সিলেট নগরীতে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর খাসদবীর পয়েন্টে এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২জন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত পৌণে ১০টার দিকে সিলেট নগরীর খাসদবীর পয়েন্টে এলাকায় এই ঘটনা ঘটেছে। এসময় রাব্বি নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তিনি এয়ারপোর্ট থানার পীরেরগাঁও গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

আহতরা হলেন নাইম (২০ ও আমিনুর রহমান রাব্বি (১৭)। তারা যথাক্রমে নগরীর বাগবাড়ি ও শাহী ঈদগাহ এলাকার অধিবাসী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির।

একই দিন বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে সিলেটগামী কাভার্ডভ্যানের শায়েস্তাগঞ্জের সুতাংগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ​মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লেচু মিয়ার ছেলে খোকন মিয়া (২৪), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রহিম মিয়া (১৫) ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবারিয়া গ্রামের তবারক উল্লার ছেলে জলফু মিয়া (৪৫)। তিজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

এর আগে ওইদিন দুপুর পৌণে ২টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন মাহমুদ আলী শাহ টিলা এলাকায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় মুসলিম মিয়া(১০) নামে এক শিশু। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo