২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৮:০০

সাতক্ষীরা উপকূলে ডেনমার্কের রাজকুমারী

ডেস্ক নিউজ
  • আপডেট বুধবার, এপ্রিল ২৭, ২০২২,

সাতক্ষীরা উপকূলে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পৌঁছান তিনি।

সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে রাজকুমারী মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে অবস্থান করেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ এলাকা হেঁটে পরিদর্শন করেন তিনি।

সেখান থেকে মুন্সিগঞ্জ ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুুরিজম পরিদর্শন শেষে পার্শ্ববর্তী বর্ষা রিসোর্টে অবস্থান করবেন। সেখানে দুপুরে খাওয়া দাওয়া ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তারপর বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ও সুন্দরবন ঘুরে দেখবেন। তারপর ঢাকায় ফিরে যাবেন।

সাতক্ষীরার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, রাজকুমারীর জন্য বিশেষ নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে এ অঞ্চল। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo