৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৩

কেমুসাসের ১১১২তম সাহিত্য আসর অনুষ্ঠিত জাতীয় কবিকে জীবনে ধারণ

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট শুক্রবার, মে ২৭, ২০২২,
  • 514 বার পঠিত

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সহসভাপতি  কবি কালাম আজাদ বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জীবনে ধারণ, বরণ ও মূল্যায়ন করা প্রয়োজন। তিনি বলেন, কবি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবির তকমা দিয়েছি, এখন প্রয়োজন তাঁর সাহিত্যকে জীবনে ধারণ করা। বৃহস্পতিবার (২৬ মে ২০২২) সন্ধ্যায় সাহিত্য আসর কক্ষে জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত ১১১২তম সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে এবং ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় অনুষ্ঠিত আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ’র সাবেক সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী। পঠিত লেখার উপর আলোচনা করেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব ও ছড়াকার কামরুল আলম। স্বরচিত লেখা পাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, এম. আর. চৌধুরী আশিক, সেনুয়ারা আক্তার চিনু, আমিনা শহীদ চৌধুরী মান্না, গনেন্দ্র চন্দ্র দেশমুখ, কামাল আহমদ, মো. সাজিদুর রহমান, মকসুদ আহমদ (লাল), কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজ্জাদ আহমদ সাজু, মোহাম্মদ ইসমাইল, সাদিক হোসেন এপলু, মো. লিলু মিয়া প্রমুখ। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুবের আহমদ সার্জন। সভাপতির বক্তব্যে মাহবুব ফেরদৌস ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি ‘বিদ্রোহী শতবর্ষে শতদৃষ্টি’ নামক সংকলন প্রকাশ করায় বাংলা একাডেমিকে ধন্যবাদ জানান। বহুমাত্রিক প্রতিভার অধিকারী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য আমাদের ভবিষ্যত প্রজন্মের কাজে তুলে ধরার জন্য সবাইকে আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo