২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৩৯

সরকার স্বেচ্ছায় পদত্যাগ করবে: মোহাম্মদ শাহজাহান

ডেস্ক নিউজ
  • আপডেট মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩,

ফেনী সরকার সত্য উপলব্ধি করে স্বেচ্ছায় পদত্যাগ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের ইসলামপুর রোডে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীন দলকে হুশিয়ারি দিয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, সরকার সত্য উপলব্ধি করে স্বেচ্ছায় পদত্যাগ করে দেশকে ভয়াবহ সহিংসতা থেকে রক্ষা করবে বলে আশা করি। তারপরও যদি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তাহলে সৃষ্ট পরিস্থিতির জন্য তখন আমরা দায়ী থাকব না।

জনগণের মতামত রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে। রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে এদেশের মানুষের মতামত ও ইচ্ছা। কোনো ব্যক্তি বা দলের ইচ্ছায় নয়। সেটির প্রতিফলন ঘটানোর জন্যই জনগণের সঙ্গে বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমাদের কর্মী বা সাধারণ জনগণও হতাশ না। যদি হতাশই হতো তাহলে এতো বাধা বিপত্তির পর আন্দোলন সংগ্রামে অংশ নিতেন না।

উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা প্রসঙ্গে মোহাম্মদ শাহজাহান বলেন, মানুষকে অন্ধকারে রাখার সেই রাজনীতিতে বিএনপি বিশ্বাসী না। আন্দোলনের মাধ্যমে কি সুফল পাবে বা কি পরিণতি হবে সেটি জেনেই মানুষ যেনো আন্দোলনে আসে সেজন্য কাজ করছি। আগামীদিনে এ রূপরেখার আদলেই রাষ্ট্র গঠন করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ও কেন্দ্রীয় কমিটির বেলাল আহমদ।

: সরকার সত্য উপলব্ধি করে স্বেচ্ছায় পদত্যাগ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের ইসলামপুর রোডে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীন দলকে হুশিয়ারি দিয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, সরকার সত্য উপলব্ধি করে স্বেচ্ছায় পদত্যাগ করে দেশকে ভয়াবহ সহিংসতা থেকে রক্ষা করবে বলে আশা করি। তারপরও যদি জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তাহলে সৃষ্ট পরিস্থিতির জন্য তখন আমরা দায়ী থাকব না।

জনগণের মতামত রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে। রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে এদেশের মানুষের মতামত ও ইচ্ছা। কোনো ব্যক্তি বা দলের ইচ্ছায় নয়। সেটির প্রতিফলন ঘটানোর জন্যই জনগণের সঙ্গে বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমাদের কর্মী বা সাধারণ জনগণও হতাশ না। যদি হতাশই হতো তাহলে এতো বাধা বিপত্তির পর আন্দোলন সংগ্রামে অংশ নিতেন না।

উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা প্রসঙ্গে মোহাম্মদ শাহজাহান বলেন, মানুষকে অন্ধকারে রাখার সেই রাজনীতিতে বিএনপি বিশ্বাসী না। আন্দোলনের মাধ্যমে কি সুফল পাবে বা কি পরিণতি হবে সেটি জেনেই মানুষ যেনো আন্দোলনে আসে সেজন্য কাজ করছি। আগামীদিনে এ রূপরেখার আদলেই রাষ্ট্র গঠন করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ও কেন্দ্রীয় কমিটির বেলাল আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo