উপমহাদেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস), সিলেট-এর ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবী, লেখক ও প্রবীণ রাজনীতিবিদ এমএ করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মুমিন আহমদ মবনু নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) সন্ধ্যা ৬টায় চূড়ান্ত বিজয়ী প্রার্থীদের তালিকা ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক এডভোকেট নিজাম উদ্দিন পিপি। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি আহমেদ নূর, আফতাব চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, মো. আবুল কালাম খান (কালাম আজাদ) ও অধ্যাপক নন্দলাল শর্মা।
সহসাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব হোসেন, লাইব্রেরি সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, সহকারী লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী। কার্যকরী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, জগলু চৌধুরী, মোস্তাক আহমদ দীন, ড. মো. জফির উদ্দিন (জফির সেতু), রেওয়ান আহমদ, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, মো. জাহেদুর রহমান চৌধুরী, কামাল তৈয়ব, ফায়যুর রাহমান, ইমদাদুল হক নোমানী ও মো. কামরুল আলম।
২০২২ সালের ঘোষিত নির্বাচিত তফসিল অনুযায়ী গত ২৯ নভেম্বর নির্বাচন কমিশনে একটি মাত্র প্যানেল মনোনয়ন জমা হওয়ায় এবং কোনো প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার না করায় ও কোনো পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রাপ্ত প্যানেল বাছাইয়ের পর বিজয়ী ঘোষণা করা হয়।