৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:১১

৭ এপিবিএন এর অভিযানে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ আটক

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট সোমবার, আগস্ট ৭, ২০২৩,

৭ পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব, খোন্দকার ফরিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে এসআই (নিঃ) জনাব মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে অদ্য ০৭/০৮/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় এসএমপি, সিলেট এর কোতয়ালী থানাধীন ক্রিন ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ৫০ বস্তা (২৫০০ কেজি) ভারতীয় চিনি ভর্তি টাটা কোম্পানির ডি-আই পিক-আপ গাড়ী যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রোঃ ন-১১-৯৫৮৮ সহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলে এমরান হোসেন (২৮), পিতা- মৃত সাহাব উদ্দিন , ২। মোঃ জাবের আহমেদ, পিতা- জমশেদ আলী, উভয় সাং- কালারুখা, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।

এস আই (নিঃ) মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে এসএমপি সিলেটের কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।

৭এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই পাবেল জানান দীর্ঘ দিন থেকে একটি চোরাই চক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি বাংলাদেশে অবৈধ্য ভাবে নিয়ে আসছে বলে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে আমাদের অপস এন্ড ইন্টেলিজেন্টের একটি বিশেষ টিম মাঠে নামে এবং সাংবাদিকের সহযোগিতা নিয়েই অভিযানে সফলতা আসে। একজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই।

৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহনকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরো উৎসাহ নিয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo