সিলেট নগরীর কাজীটুলায় জুয়া খেলায় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন স্থানীয় এক যুবক।
শুক্রবার (২৪ মে) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক কাজীটুলার বিহঙ্গ ৬৯ নম্বর বাসার জানু নিয়ার ছেলে জুয়েল আহমদ (৩৫)। তাঁকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কাজীটুলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা জুয়ার আসর বসিয়ে প্রকাশ্যে ব্যবসা করে যাচ্ছে। এতে বাধা দেন স্থানীয় বাসিন্দা জুয়েল আহমদ। এতে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জুয়েলের উপর হামলা করে, তাকে গুরুতর আহত করেন। এ ঘটনায় কাজীটুলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।