১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৭

৬৯ লাখ টাকার অবৈধ পণ্য জ ব্দ, ডিবির জালে আ ট ক ১

সোনার সিলেট ডটকম
  • আপডেট রবিবার, মে ২৬, ২০২৪,

সিলেট মহানগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ঊনসত্তর লক্ষ চৌদ্দ হাজার ছয়শত চল্লিশ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃত গাড়িচালক রেজুয়ান আহমদ (২৩) জৈন্তাপুরের হরিপুরের আব্দুর রহিমের ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে আটটার সময় শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ সেনপাড়াস্থ পুষ্পায়ন-২৯ বাসার সামনের সড়ক থেকে ওই গাড়িচালককে আটক করা করে ডিবি। এসময় পিকআপ থেকে ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস ভারতীয় Cadila Skinshine Cream ও ১৪ হাজার ৬৮৮ পিস ভারতীয় Skinfruit Cream জব্দ কর হয়। জব্দকৃত মালামালের মূল্য ৬৯ লাখ ১৪ হাজার ৬৪০ টাক। মালামল বহনের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনহীন ডিআই পিকআপটি জব্দ করা হয়েছে।

আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo