২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১২:১০

সিলেট সাহিত্য কেন্দ্র-এর চতুর্থ মাসিক সাহিত্যসভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

মিজানুর রহমান তাহসান
  • আপডেট বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪,

‘সত্য ও সুন্দরের পথে সাহিত্য’ এই শ্লোগানকে ধারণ করে গত বছরের অক্টোবরে আত্মপ্রকাশ করেছিলো শিল্প-সাহিত্যের সংগঠন- সিলেট সাহিত্য কেন্দ্র। প্রথম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ১০ অক্টোবর। সেদিন সিলেট সাহিত্যকেন্দ্রর একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছিল।

১৫ অক্টোবর মঙ্গলবার চতুর্থ সাহিত্যসভায় সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির আয়োজনে সিলেট নগরীর তালতলাস্থ পাপড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সাহিত্যসভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
উৎসবমুখর পরিবেশে সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কবি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যসভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রের সদস্য সচিব ছড়াকার কামরুল আলম।

সিলেট সাহিত্য কেন্দ্রের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন- সভাপতি কবি মোঃ আমিনুল ইসলাম, সহসভাপতি কবি মোহাম্মদ আলমগীর ও কবি সরওয়ার ফারুকী, সাধারণ সম্পাদক ছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলম, সহসাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক মাহফুজ জোহা, সাংগঠনিক সম্পাদক ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন, সহসাংগঠনিক সম্পাদক কবি মোয়াজ্জিম আল হাসান, অর্থ সম্পাদক কবি মোহাম্মদ আলী আকতার, শিল্প-সংস্কৃতি সম্পাদক ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফ, অফিস সম্পাদক ছড়াকার জহুর মুনিম, প্রচার সম্পাদক ছড়াকার জুবায়ের নাবিল, প্রকাশনা সম্পাদক কবি ও বাচিকশিল্পী নাঈমুল ইসলাম গুলজার, পাঠাগার সম্পাদক কবি সোলেমান রাসেল, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি সুফি আকবর, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ছড়াকার ও শিশুসাহিত্যিক আবিদ সালমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছড়াকার আব্দুস সামাদ।

এছাড়াও কমিটিতে পাঁচজন কার্যনির্বাহী সদস্য অর্ন্তভুক্ত করা হয়। এঁরা হলেন কবি কানিজ আমেনা, ছড়াকার নজমুল হক চৌধুরী, কবি মিলনকান্তি দাস, কবি মোঃ আব্দুল বাছিত, কবি জেসির আরাফাত।

সাহিত্যসভায় নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য বিভিন্ন কর্মসূচি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করে। সবশেষে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সবার দুআ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo