সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ছয় হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ছয় হাজার ৩৩৬। মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি রংপুরের বাসিন্দা। তিনি সরকারি হাসপাতালে মারা যান।