বর্তমান সময়ে ড. মাহফুজুর রহমান একটি পরিচিত নাম। গানের জন্যই তিনি বেশ পরিচিতি পেয়েছেন। নিজের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একক অনুষ্ঠান করে নিয়মিতই গান শোনাচ্ছেন তিনি। মাঝে মধ্যে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও গান শোনান মাহফুজুর রহমান।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি অ্যাওয়ার্ড আয়োজনের চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে এটিএন বাংলার এই চুক্তি সই হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খালি গলায় বাংলা ও হিন্দি গান গেয়ে শোনান তিনি।
মাহফুজুর রহমান বলেন, ইদানিং মেহেদী হাসানের গজল কিছু গাওয়া শুরু করেছি। গজল গাওয়ার পর দেখলাম, যে আমার বাংলা গানের থেকে এর শ্রোতা অনেকে বেশি। মিলিয়ন মিলিয়ন শ্রোতা পাচ্ছি আমি।
তিনি আরও বলেন, পাঁচ বছরের সাধনায় গানের গলা ঠিক করেছি। আমি কথা বলি একটা ভয়েসে, গান গাই আরেকটা ভয়েসে। এটি রপ্ত করতে আমার পাঁচ বছর সময় লেগেছে। আমার কথা বলার সঙ্গে গানের গলার কোনও মিল নেই।
এ সময় সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিয়ে ড. মাহফুজুর জানান, আগামী ঈদ-উল-ফিতরের আগে ছয়টি সিনেমা প্রযোজনা করবেন তিনি।