সিলেট নগরীতে একটি বাসে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। শনিবার রাত দেড়ার দিকে শাহজালাল উপশহর সি ব্লকস্থ বাংলাদেশ ব্যাংকের কর্মচারী কোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে।
এ সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘরের বাইরে চলে আসে।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেললেও বাসের ইঞ্জিনসহ ভেতরের সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
আগুনে ভস্মীভূত (ঢাকা-মেট্রো-১১-০১৮৮) বাসটি বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের বহনকারী বাস।
তবে বাসটিতে আগুন লাগার সুত্রপাত জানা যায়নি। এদিকে, আগুন লাগার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়বাসিন্দারা।