৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়েছে সিলেট অঞ্চল। তবে রাতে বৃষ্টির স্বস্তি নেমে এসেছে।
গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলের তাপমাত্রা বাড়তির দিকে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সারাদিন তপ্ত কড়াইয়ের মতো অবস্থার পর সন্ধ্যায় কিছুটা বাতাস বইতে শুরু করে। এরপর রাত ৮টার দিকে নামে স্বস্তির বৃষ্টি।
শারদীয় দুর্গাপূজার অষ্টমির এই দিনটিতে ভক্তরা যখন দলবেঁধে মন্ডপে মন্ডপে ঘুরছিলেন, তখন নেমে আসা হঠাৎ বৃষ্টিতে কিছুটা বিঘœ সৃষ্টি হলেও সামগ্রিকভাবে স্বস্তি নেমে আস নগরজীবনে।
এদিকে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে এক ফোটাও বৃষ্টি ঝরেনি।
পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।