২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৪৭

শায়খ মাওলানা তাজুল ইসলাম (আউয়াল মহলী) ছিলেন এক আলোকিত চিন্তাবিদ

সোনার সিলেট ডটকম
  • আপডেট সোমবার, নভেম্বর ১০, ২০২৫,

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক শায়খ মাওলানা তাজুল ইসলাম (আউয়াল মহলী) স্মরণে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর ১২৫৩তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। আসরে অতিথিবৃন্দ মাওলানা শায়খ তাজুল ইসলাম (আউয়াল মহলী) স্মরণে আলোচনায় অংশ নিয়ে বলেন, তিনি ছিলেন এমন এক আলোকিত চিন্তাবিদ, যিনি কলম ও চিন্তার মাধ্যমে ইসলামকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিতে আজীবন কাজ করেছেন। তাঁর লেখায় ছিল যুক্তি, প্রজ্ঞা ও গভীর আধ্যাত্মিকতার অপূর্ব সংমিশ্রণ। তিনি শুধু একজন লেখক নন, ছিলেন একজন মুজাহিদে কলম—যিনি দ্বীনি আদর্শকে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিষ্ঠিত করার সংগ্রামে নিরলস ছিলেন। কেমুসাস আজ তাঁর স্মরণে এই আসর আয়োজন করে যে উদ্যোগ নিয়েছে, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং কবি শামসীর হারুনুর রশীদের সঞ্চালনায় আসরে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সহসভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মুখ্য আলোচক ছিলেন কেমুসাসের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী। তাজুল ইসলাম (আউয়াল মহলী)-কে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মাজহারুল ইসলাম জয়নাল। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক সালেহ আহমদ, কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ফয়জুল হক।

সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু। আসরে লেখা পাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন দৈনিক সুরমা মেইল এর সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, আখলাকুল আসপিয়া, ছয়ফুল আলম পারুল, সাজ্জাদ আহমদ সাজু, কামাল আহমদ, সৈয়দ মুহিবুর রহমান মিছলু, লোকমান হাফিজ, হুসাইন হামিদ, ফজলুর রহমান ফজলু, সাব্বির আহমেদ সাওন, দেলোয়ার হোসেন দিলু, আমির বিন গোলাম রাব্বানি, মো. নুরুল ইসলাম রাফি, আতাউর রহমান বঙ্গী, মো. আজগর হোসেন, এমরান হোসেন, মো. খালেদ্জ্জুামান, লিলু মিয়া, দিদার আহমদ, জোবেদা বেগম আখি প্রমুখ।

আসরে গান পরিবেশন করেন কুবাদ বখত চৌধুরী রুবেল ও সাজিদুর রহমান। সেরালেখক মনোনীত হন দেলোয়ার হোসেন দিলু। আসর শেষে অক্টোবর মাসের সেরা লেখকদের হাতে প্রশংসাপত্রসহ পুরস্কার তুলে দেন  অতিথিবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo