৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৩

৮ ডিসেম্বর থেকে ১৯তম কেমুসাস বইমেলা শুরু

কামরুল আলম
  • আপডেট শনিবার, নভেম্বর ১, ২০২৫,
দেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে ‘১৯তম কেমুসাস বইমেলা ২০২৫’। আগামী ৮ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৯ দিনব্যাপী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১৯তম বইমেলা সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বইমেলা উপকমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বইমেলা উপকমিটির আহবায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেমুসাসের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বইমেলা উপকমিটির সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, সালেহ আহমদ খসরু, ইশরাক জাহান জেলী ও মফিক মোহাম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাসের সহসভাপতি রুহুল ফারুক, বইমেলা উপকমিটির সাবেক সদস্য সচিব মুহিত চৌধুরী ও ড. তুতিউর রহমান।
উল্লেখ্য, এবারের বইমেলা কেমুসাসের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকদের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo