সিলেট সিটি করপোরেশন চলমান ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরের জিন্দাবাজার মিতালী ম্যানশনে বিভিন্ন অপরাধে ৯টি মামলা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা করা হয়েছে ১৭ হাজার ৫ শত টাকা। বৃহস্পতিবার সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জিন্দাবাজারের মিতালী ম্যানশনে ভ্রাম্যামান আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ৯ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্তদের কাছ থেকে জরিমানার ১৭ হাজার ৫ শত টাকা আদায় করা হয়।
প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া ভাড়া আদায়, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি