২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০:৪৩

মুমিনুলের সেঞ্চুরি, মুশফিকের আরেকটি ফিফটি

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১,

অস্ট্রেলিয়ার আপত্তিতে দলটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরলেও ব্যাটিংটা ঠিক জুতসই হয়নি। মিরপুরে পাঁচ ম্যাচে মোট ৩৯ রান করেছিলেন মুশফিক।

সেই মুশফিক ম্যাচ অনুশীলনের ঘাটতি মেটাতে চট্টগ্রামে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচ খেলতে। পরশু প্রথম ম্যাচে ৭০ রান করা মুশফিক আজ দ্বিতীয় ম্যাচেও ফিফটি করেছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৩ বলে ৬২ রান করেন মুশফিক। এইচপির পেসার রেজাউর রহমানের স্লোয়ারে বিভ্রান্ত মুশফিক মিড অনে ইয়াসির আলীর হাতে ক্যাচ হয়ে ফেরেন ৪৬তম ওভারে।

তবে মুশফিক নন, ‘এ’ দলের ইনিংসে আজ সবচেয়ে বেশি রান মুমিনুল হকের। সেঞ্চুরি পেয়েছেন দলের অধিনায়ক। নাজমুল হোসেনের সঙ্গে ইনিংস উদ্বোধন করা মুমিনুল আউট হন ১২১ বলে ১২৮ রান করে। লেগ স্পিনার আমিনুল ইসলামের বলে উইকেটকিপার আকবর আলীকে ক্যাচ দিয়েছেন মুমিনুল। ‘এ’ দলের রান তখন ২ উইকেটে ২৫২।

টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ‘এ’ দল এইচপি দলের বিপক্ষে বড় রানের বোঝা চাপিয়েছে। ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান তুলেছে ‘এ’ দল। এ প্রতিবেদন লেখার সময় ব্যাটিংয়ে নামেনি এইচপি।

মুশফিকের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৮ রান যোগ করার আগে উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেনকে নিয়ে ১৫৪ রান যোগ করেন মুমিনুল। ৮৫ বলে ৬৭ রান করে আউট হন নাজমুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo