পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ সিলেট-কুমিল্লা রুটে আজ থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা করেছেন। নীতিমালা লঙ্ঘন করে রয়েল সুপার সার্ভিস নামের একটি পরিবহন কুমিল্লা থেকে সিলেট রুটে যাত্রীসেবা দেওয়ার কারণেই বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে বলে পরিবহন নেতারা জানিয়েছেন।
সোমবার (৪ অক্টোব্র) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুরে দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়। পরিবহন মালিক গাজী শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন পরিবহন মালিক ও দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সহসম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, শ্রমিকনেতা শহিদুর রহমান, মফিজুল ইসলাম ও আনিসুর রহমান প্রমুখ। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা থেকে সিলেটগামী কুমিল্লা ট্রান্সপোর্টের সব বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কুটি পর্যন্ত সুগন্ধা পরিবহনের বাস চলাচলও বন্ধ থাকবে।