সুনামগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে জেলার সদর উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর ভূঁইয়া। তিনি সৈয়দপুর গ্রামের ওসমান ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শিশুদের ঝগড়াকে কেন্দ্রে করে সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আলমগীর ভূঁইয়া ও সোহেল মিয়ার (২০) মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বুধবার রাতে সৈয়দপুর বাজারে যাওয়ার পথে আলমগীর ভূঁইয়াকে পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সোহেল মিয়া। এ সময় আলমগীরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সোহেল পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সৈয়দপুর গ্রামে যুবক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত সোহেল মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।