১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০:০০

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা জুয়াড়িদের

ডেস্ক নিউজ
  • আপডেট শুক্রবার, এপ্রিল ৮, ২০২২,

ময়মনসিংহের গৌরীপুরে আসামি গ্রেফতারে গেলে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করেছে জুয়াড়িরা। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপ পরিদর্শক (এসআই) শফিক আহমেদ ও মো. এমদাদ; সহকারী উপ পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন, মো. মোস্তাক, মো. মিজান ও মো. কামরুল।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এ বিষয়ে ভাংনামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী জাগো নিউজকে বলেন, ১০-১২ দিন ধরে চর ভবানীপুর ও উজান কাশিয়ারচর এলাকার লোকজনের সঙ্গে বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন রাতে ভবানীপুরের লোকজন একটি দোকানে বসে তাস খেলছিলেন। পুলিশ আসলে গ্রামের লোকজন চিৎকার করে হট্টগোল শুরু করেন। পরে তারা মাইকে ঘোষণা দিয়ে এলাকার মানুষজন নিয়ে উজার চরের মানুষ ভেবে পুলিশের ওপর হামলা করে। পরে খবর পেয়ে ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ওয়ারেন্টভুক্ত এক আসামি চর ভবানীপুর এলাকায় বসে জুয়া খেলছেন। পরে পুলিশের ছয় কর্মকর্তা তাকে গ্রেফতারে অভিযান চালায়।

এসময় জুয়াড়িরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় তিন এসআই ও তিন এএসআই আহত হন। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কাউকে আটক করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo