গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন করে একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি আছে।
এ নিয়ে ঢাকার বাইরে মোট চারজনসহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এ বছর জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৮১ জন। এর মধ্যে ৬৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়নি।