‘বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী সম্পদের অপচয় রোধ ও বৃষ্টির পানি সংরক্ষণ’ শীর্ষক একটি সেমিনার আগামী সোমবার সকালে সিলেটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা এই সেমিনারের আয়োজন করেছে।
আয়োজকরা জানান, সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সেই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক আবু ছিদ্দীকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
এ ছাড়া সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব প্রমুখ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে, সেমিনারকে কেন্দ্র করে গতকাল প্রস্তুতি সভা হয়েছে। নগরীর একটি হোটেলে হওয়া এ সভায় সেমিনার বিষয়ক বিস্তারিত আলোচনা ও কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়।