২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:৪৭

শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই — এমপি হাবিব

ডেস্ক নিউজ
  • আপডেট মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩,

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে বই বিতরণ উৎসব ও ‘পাঠ্যপুস্তক দিবস ২০২৩’ উপযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরার সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সহ সভাপতি রাজ্জাক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সদরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম সারওয়ার হোসেন সৌরভ, ছাত্রলীগ নেতা নাইম আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo