১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯:০১

হিজবুত তাওহীদের বিরুদ্ধে লেখা প্রকাশ করায় ব্লগার এমদাদুল মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ অতঃপর মামলা

সোনার সিলেট ডটকম
  • আপডেট বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩,

ব্লগার ও লেখক এমদাদুল মিয়ার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে বানিয়াচং থানায় অভিযোগ সহ তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। হিজবুত তাওহীদের নেতা মহিউদ্দিন খান ফারুকি বাদী হয়ে গত মঙ্গলবার এ মামলা করেন।

এ বিষয়ে ব্লগার এমদাদুল মিয়ার সাথে কথা বললে জানা যায় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন। কিন্তু হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগির সহযোগিরা রিপোর্ট করে ফেসবুক থরকে তার আইডিটি বন্ধ করে দেয়। তারপরো তিনি তার ব্যক্তিগত ব্লগে এসব ভন্ড ধর্মীয় নেতাদের বিরুদ্ধে লেখা লেখি চালিয়ে যাচ্ছিলো।
এরপর তারা হঠাৎ করে ই সম্পূর্ণ অন্যায়ভাবে হিজবুত তাওহীদের নেতা এমদাদুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

হবিগঞ্জের মোহাম্মদ এমদাদুল মিয়া একজন ধর্মীয় গোড়ামীর জনপ্রিয় ব্লগার ও লেখক। বেশ কিছুদিন ধরে তিনি ফেসবুক ও তার ব্যক্তিগত ব্লগে হিজবুত তাওহীদ ও দেওয়ানবাগি নামে দুটি ধর্মীয় সংগঠনের বিভিন্ন কুসংস্কার ও ধর্মীয় গোড়ামীর সমালোচনামূলক বক্তব্য নিয়ে লেখালেখি করেন। এতে ক্ষিপ্ত হয়ে হিজবুত তাওহীদের নেতা মহিউদ্দিন খান ফারুকি বানিয়াচং থানায় এমদাদুল মিয়ার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি বেলাল হোসেন বলেন, “ব্লগার এমদাদুল মিয়ার সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি অভিযোগ এসেছে এবং তদন্ত করে সেটার সত্যতা বের করার চেষ্টা করছি। অভিযোগ সত্য হলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo