শেখঘাট ইসলামী সমাজকল্যান পরিষদের ইফতার মাহফিল, হাফেজে কুরআন সংবর্ধনা এবং অভিষেক অনুষ্টান সম্পন্ন
শেখঘাটস্থ আজাদ কমিউনিটি সেন্টারে শেখঘাট ইসলামী সমাজকল্যাণ পরিষদ‘র ইফতার মাহফিল, হাফেজে কুরআন সংবর্ধনা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
নব-নির্বাচিত সভাপতি মু. ফখর উদ্দিন‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মু. ফয়েজুল ইসলাম’র পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন কুদরত উল্লাহ জামে মসজিদের ঈমাম ও খতিব সাইদ নুরুজ্জামান মাদানী।
প্রধান আলোচক বলেন, কুরআন নাযিলের মাসে হাফেজদের সম্মানিত করা সুন্দর উদ্যোগ। আর তাকওয়া অর্জনের মাসে সকল মুমিনদের আত্মগঠনে মনোনিত করাই হচ্ছে রমজানের রোজার আসল উদ্দেশ্য।
তিনি নতুন কমিটির প্রশংসা করে বলেন, রাসূল (সাঃ) সামাজিক কাজ করেছেন সুতরাং তা হচ্ছে নবীওয়ালা কাজ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুবুর রহমান খালেদ, শিক্ষাবিদ মাওলানা আজিজুল ইসলামসহ বিশিষ্ট সমাজসেবক মু. আব্দুল কাদির।
উল্লেখ, ৩০ জন হাফেজকে প্রোগ্রামে সংবর্ধিত করা হয়।
সভাপতি তার বক্তব্যে শেখঘাট এলাকায় সামাজিক কাজকে জোরদার করতে সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাহেদ আহমদ, সাবাজ উদ্দিন, সহ সেক্রেটারী রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক সাদমান ইসলাম, অর্থ সম্পাদক সুয়েব আহমদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ এবং অফিস সম্পাদক ওলিউর রহমান সহ কমিটির সকল সদস্য।
উল্লেখ্য এ ইফতার কর্মসূচীতে প্রায় দেড় শতাধিক লোক অংশগ্রহণ করেন।