ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সেনাবাহিনী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ-২ এর যৌথ হস্তক্ষেপে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে বকেয়া বেতনসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কর্মরত থাকলেও তাদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। সোমবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়ে গোপনে কারখানা ত্যাগ করেন। পরদিন সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিক রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর ঈদ সামনে আসলেই মালিক আমাদের বেতন নিয়ে সমস্যা করে। প্রতিবারই মালিকপক্ষ আশ্বাস দেয়, কিন্তু কোনো সমাধান হয় না। এবার আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।