শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আখালিয়া নয়াবাজারের স্বপ্নীল সুপার মার্কেটের ২য় তলার ৬ নাম্বার কক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম তাওহিদুল আলম প্রত্যয় (২২)। সে শাবিপ্রবি’র পদার্থ বিজ্ঞান শাখার ৩য় বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র। তার বাড়ি মাগুরা জেলা সদর থানার মাহমুদপুর গ্রামের জাহিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৮ ফেব্রুয়ারি) কোনো এক সময় তাওহিদুল আলম প্রত্যয় তার ভাড়াটে কক্ষের জানালার গ্রিলের সঙ্গে প্লাস্টিকের দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাত ৯টার দিকে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় শাকিল নামের একজন ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করেন। এরপর জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে প্রত্যয়ের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, রাত ১১টার দিকে মরদেহের ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে শিক্ষার্থী প্রত্যয় আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।