১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০:২৫

ব্রিটেনে তিন চতুর্থাংশ মানুষ করো’নায় আ’ক্রান্ত হওয়ার সম্ভাবনা

ডেস্ক নিউজ
  • আপডেট মঙ্গলবার, জানুয়ারি ৪, ২০২২,

ব্রিটেনে এই শীতে তিন-চতুর্থাংশ মানুষ করো’নায় আ’ক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নতুন একটি গবেষনা প্রকাশ করা হয়েছে। এই কারনে ২৫ শতাংশ সরকারী কর্মজীবি মানুষ তার কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবে না বলে মনে করছে সরকার।
নতুন বিশ্লেষণ অনুসারে, বর্তমনে যে ৭৫ শতাংশ লোক নতুন ঠান্ডা-সদৃশ লক্ষণগু’লি অনুভব করছে তাদের লক্ষণগত কোভিড -১৯ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি গত সপ্তাহের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। আর এই গবেষনায় দেখা গিয়েছে শীতে তিন চতুর্থাংশ মানুষ করো’নায় আ’ক্রান্ত হতে পারে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে , গত সপ্তাহের তুলনায় আ’ক্রান্ত ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে দেখা যায যে ০ থেকে ৫৫ বছর বয়সীদের সংক্রমণ ধীরগতিতে দেখা গেলেও এটি ৫৫ থেকে ৭৫ বছর বয়সীদের সংক্রমক দ্রুতভাবে বাড়ছে। এটি উদ্বেগজনক কারণ বয়স্কদের হাসপাতা’লে চিকিৎসার ঝুকিঁ বেশি।

জেডওই কোভিড স্টাডি অ্যাপের বিজ্ঞানী ডাঃ ক্লেয়ার স্টিভস বলেছেন, গলা ব্যথা, মা’থাব্যথা এবং সর্দির মতো উপসর্গগু’লি যত তাড়াতাড়ি সম্ভব কোভিড লক্ষণগু’লির সরকারী তালিকায় যু’ক্ত করা দরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo