সিলেট নগরীর ব্যস্ততম চৌহাট্টা পয়েন্টে শনিবার বিকেল ৫টার দিকে একটি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে একটি দ্রুতগামী ট্রাক চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় চালক ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির মরদেহ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।