সম্পত্তির লোভে লন্ডন প্রবাসীর ভাবীর বিরুদ্ধে মামলা করেছেন দেবর জমশেদ উল্লাহ । তবে প্রবাসী পরিবারের দাবি, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলা। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জয়নগর গ্রামে।
জমশেদ উল্লাহ থানায় দাখিল করা অভিযোগে উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর সকাল ১০টা ১৫ মিনিটে প্রবাসী ভাবী ফিরুজা বেগমের নির্দেশে এবং আব্দুল কাহহারের নেতৃত্বে একদল লোক মাইক্রোবাসে করে তার বাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়, আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উঠোনে প্রবেশ করে আত্মীয় জাকারিয়া আহমদ ও মমশাদ উল্লাহকে মারধর করে গুরুতর আহত করে। পরে তারা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং আলমারিতে রাখা ১০ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৪ লাখ টাকা) ও নগদ ২ লাখ ২৯ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যুক্ত থেকে ফিরুজা বেগম হামলার নির্দেশ দেন এবং ঘরের ভেতরে কোথায় মূল্যবান কী রাখা আছে তা দেখিয়ে দেন।
অন্যদিকে, প্রবাসী ভাবীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক। তাদের দাবি, জমশেদ উল্লাহ সম্পত্তি দখলের জন্য পরিকল্পিতভাবে এ মামলা করেছেন। স্থানীয় এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন, প্রবাসী পরিবারটি দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের কোনো নজির নেই।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রবাসীদের জমিজমা নিয়ে এ ধরনের বিরোধ ও জটিলতা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহল এ বিষয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেছেন।