সিলেটের জেলা ছাত্রলীগের কার্যকরী পরিষদের সদস্য রাফাত আমীনের উপর হামলা করেছে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা। এই হামলায় তিনি আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি আছেন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল (০৭ আগস্ট ২০২৪ ইংরেজি) রোজ বুধবার সন্ধ্যায় কতিপয় ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসী মুখোশ পরা অবস্থায় সিলেট শহরের সুবিদবাজার এলাকায় রাফাতের উপর হামলা করে। এসময় তারা তাকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মারধর করে। এতে তিনি হাতে পায়ে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন। এসময় গণ্ডগোল দেখে স্থানীয়রা এগিয়ে এলে তারা তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করে।
পরিবারের সাথে কথা বলতে গেলে রাফাতের মা সায়রা বেগম জানান, গত ৫ আগস্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকেই রাফাত বাড়িতে থাকতে পারছে না ছাত্রদল ও শিবিরের ভয়ে। গতকাল বাসার একটা জরুরি কাজে সে সিলেটের সুবিদবাজারে গেলে তার উপর ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা হঠাৎ হামলা করে বসে। তিনি তার ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে ভীত। এই ঘটনায় বাদী হয়ে তিনি থানায় একটা সাধারণ ডায়েরি (জি.ডি. এন্ট্রি) করেছেন। প্রশাসনের কাছে তিনি এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।