লন্ডন প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্বামীর পরিবারের হামলার ঘটনা ঘটেছে। সিলেট নগরীর শাহপরানের ধনকান্দিতে লন্ডন প্রবাসী মো. আব্দুর রাকিবের স্ত্রী স্বর্ণা খানম জোসনার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্বর্ণার অন্তঃসত্ত্বা বোন স্বপ্না আহত হয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে স্বামী আব্দুর রাকিবের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিলো না স্বর্ণার। রাতের বেলা নেশা করে প্রায়ই বাড়ি ফেরে রাকিব। তার কাছে ও তার পরিবারের কাছে সবসময় যৌতুকের টাকা দাবি করে। দেশে থাকা অবস্থায় স্বর্ণাকে তারা এসব নিয়ে শারীরিক ও মানসিকভাবে টর্চার করতো। ইংল্যান্ডে আসার পরও তাকে এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। যৌতুকের টাকা না দিলে তাকে বাংলাদেশে ফিরলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। স্বর্ণা এসবের প্রতিবাদ করলে রাকিব আরো রেগে যায়। এই বিষয়ের একটা সমাধানের জন্য স্বর্ণা দেশে থাকা তার পরিবারের কাছে নালিশ করেন। এই ঘটনায় রাকিব আরো বেশি রেগে গিয়ে বাংলাদেশে থাকা তার ভাই আব্দুস শহিদের মাধ্যমে স্বর্ণার বাড়িতে হামলা করায়। হামলার সময় বাড়িতে থাকা স্বর্ণার অন্তঃসত্ত্বা বোন স্বপ্না গুরুতর আহত হন।
গণমাধ্যমকে স্বর্ণার মা রিনা চৌধুরী বলেন, আমার মেয়ে স্বর্ণা রাকিবের সাথে ইংল্যান্ডে যাওয়ার কিছুদিন পর থেকেই রাকিব নেশা শুরু করে। সবসময় আমার মেয়ের কাছে ও আমাদের পরিবারের কাছে তারা যৌতুকের টাকা দাবি করে। হুমকি দিয়ে বলে, যৌতুকের টাকা না দিলে তারা আমার মেয়ে দেশে ফিরলে তাকে প্রাণে মেরে ফেলবে। এই বিষয়ে আমার মেয়ে পরিবারের কাছে নালিশ করলে রাকিব তার ভাই আব্দুস শহিদের মাধ্যমে তাদের বাড়িতে হামলা করে। প্রশাসনের কাছে তিনি এই ঘটনার সুষ্ঠু বিদার দাবি করেন।