২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২:১৬

গোলাপগঞ্জে ফুটবল খেলায় আহত আবু সুফিয়ান মারা গেছেন

ডেস্ক নিউজ
  • আপডেট বুধবার, এপ্রিল ২৭, ২০২২,

অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলায় কথা-কাটাকাটির জেরে পরাজিত পক্ষের হামলায় গুরতর আহত আবু সুফিয়ান (২৭)। দীর্ঘ ২ মাস পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার (২৭ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি ওই দিন খেলায় লেফারির দায়িত্ব পালন করছিলেন। নিহত আবু সুফিয়ান পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম।

জানা যায়, চলতি বছরের (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে ফুটবল খেলায় পরাজিত পক্ষ বিজয়ী পক্ষের উপর হামলা চালায়।

এ সময় খেলা দেখতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু বরণ করেন। এঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছিলেন।

প্রায় ২ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আজ আবু সুফিয়ান মৃত্যু বরণ করেন। এদিকে এঘটনায় নিহত তারিফুর রহমানের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নামোল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং: ১৫ তাং ২০/২/২২) দায়ের করেন।

মামলার পর পুলিশ চার জনকে গ্রেফতার করলেও ঘটনার সাথে জড়িত মূল আসামিরা এখনো পলাতক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo