২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৫

জমে উঠেছে সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন:১১পদে লড়ছেন ২২ সাংবাদিক

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, জানুয়ারি ১৭, ২০২১,
সিলেটের অনলাইন গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাবের ২০২১ সালের নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে।  ২০২১-২২ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই জমজমাট হয়ে উঠেছে। শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ২৩ জানুয়ারি শনিবার এ নির্বাচনে কোনো পরিষদ না হওয়াতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ টি পদের জন্য লড়ছেন ২২ জন সাংবাদিক। এর মধ্যে সম্পাদকীয় পদ  ৭ টি  এবং সদস্য পদ রয়েছে ৩ টি। তবে সম্পদকীয় ৭ টি পদে নির্বাচন করছেন ১৬ জন অপরদিকে ৩টি সদস্য পদের জন্য লড়ছেন ৬ জন।
এছাড়া যেসব পদের জন্য অনলাইনের সাংবাদিকরা নির্বাচন করছেন তারা হলেন, সভাপতি পদে মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ, সহ-সভাপতি পদে মো:গোলজার আহমদ ও দেবব্রত রায় দিপন, সহ-সাধারণ সম্পাদক পদে তাওহীদুল ইসলাম, ফারহানা বেগম হেনা ও মোশারফ হোসেন সুজাত, কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার ও শিব্বির আহমদ ওসমানী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে এ রহিম ও আফরোজ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু, শাহিদ আহমদ হাতিমী ও মো: আব্দুল হাসিব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মাসুদ আহমদ রনি ও জহিরুল ইসলাম মিশু। সদস্য পদে কামরুল আলম, কামাল আহমদ, মোঃ সাইফুল ইসলাম, এম এ ওয়াহিদ চৌধুরী, শ্রী আশীষ দে ও মাহমুদ হোসেন খান।
তবে এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় এই দুইটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সিলেট অনলাইন প্রেসক্লাব এখন অনেকটাই উৎসবমুখর। সিলেট বিভাগে অনলাইন গণমাধ্যমকর্মীদের  সবচেয়ে বড় এ সংগঠনটির কার্যালয়ে এখন সাংবাদিকদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে।
শেষ সময়ে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় সময় দিচ্ছেন প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী সকাল থেকে রাত অবধি সময় কাটাচ্ছেন প্রেসক্লাব প্রাঙ্গণে। সাধারণ সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ক্লাবে বাড়তি সময় দেয়ার প্রবণতা দেখা গেছে সকলের মধ্যে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যম দেশ জাতি ও সমাজের নানাক্ষেত্রে অগ্রনি ভুমিকা পালন করায় এবারের নির্বাচনে সিলটের সাংবাদিকরা চ্যালেন্জ হিসেবে নিয়েছেন বলে জানান। যারা প্রার্থী হচ্ছেন তারা সদস্যদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।
নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে অনেকে বলছেন, বঙ্গবন্ধু মিডিয়া কর্নার নির্মাণ, যোগ্য সাংবাদিকদের সদস্যপদ প্রদান, সদস্যদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানো এবং অনলাইন প্রেসক্লাবকে মুক্তিযুদ্ধের চেতনায় পেশাদার সাংবাদিক মানোন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জানানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo