১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯:০৮

আলোর পরশ’ ছড়াগ্রন্থ ধর্মীয় চেতনায় সমৃদ্ধ – মেয়র আরিফুল হক চৌধুরী

সোনার সিলেট ডটকম
  • আপডেট সোমবার, আগস্ট ১৫, ২০২২,
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজ পরিবর্তনে কলমের শক্তি অনেক বড় একটি শক্তি। যুগে যুগে সাহিত্যের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে যেমন প্রতিবাদ হয়েছে, তেমনি যেকোনো দর্শন কিংবা মতবাদ প্রচারেও সাহিত্যকে ব্যবহার করা হয়েছে। ‘আলোর পরশ’ ছড়াগ্রন্থের প্রত্যকটি ছড়া শিক্ষণীয় এবং ধর্মীয় চেতনায় সমৃদ্ধ। মুজিবুর রহমান শাহীন একাধারে একজন শক্তিশালী ছড়াকার ও সংগঠক। এই ছড়াগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সমাজের অনেকেই ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হবেন।
মোহাম্মদ নূর উদ্দীন-সফিকুন্নেছা ফাউন্ডেশনের আয়োজনে ও ছড়াপরিষদ সিলেটের সহযোগিতায় ছড়াপরিষদ সিলেট-এর সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন-এর ছড়াগ্রন্থ ‘আলোর পরশ’এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সুলেমান হলে ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মো. সাইদুর রহমান নাহিনের সভাপতিত্বে ‘আলোর পরশ’ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন করেন লেখকের মমতাময়ী মা সফিকুন্নেছা।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান।
সৃজনশীল প্রকাশনী সংস্থা পাপড়ির স্বত্ত্বাধিকারী ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন লেখকের ভাগনা হাফিজ তাজওয়ার তাহনিক ও ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার। তেলাওয়াতের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়াপরিষদ সিলেটের সহসভাপতি ছড়াকার অজিত রায় ভজন, মূখ্য আলোচনা পেশ করেন ছড়াপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু একাডেমির সাবেক সিলেট জেলা সংগঠনক গল্পকার জামান মাহবুব, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র আল ইসলাহ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাংবাদিক আব্দুস সবুর মাখন, ছড়াকার শাহাদাত বখত শাহেদ, কবি এখলাসুর রাহমান, ছড়াপরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাদেক লিপন, বিহঙ্গ তরুণ সংঘের সহসভাপতি লিয়াকত হোসেন, বিমল কর, গল্পকার নিখিল রায় পূজন, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিফ, ছড়াকার জিল্লুল করিম চৌধুরী, লিয়াকত আলী খান, এম এ নাসির সুজা, কয়েস আহমদ সাগর, নজরুল ইসলাম প্রমুখ। আলোর পরশ ছড়াগ্রন্থ থেকে ছড়াপাঠ করেন লেখকের ভাতিজা মো. তাহমিদ রহমান এবং শিশুতোষ ছড়াপাঠ করে লেখকের ভাতিজি সাফওয়ানা তায়্যিবা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছড়াকার আতাউর রহমান সেগুল, মোহাম্মদ রুহেল, কামাল আহমদ, চন্দ্র শেখর দেব, জোবায়দা বেগম আঁখি, মিনহাজ ফয়সল, কবির আশরাফ, আব্দুল কাদির জীবন জেনারুল ইসলাম, আব্দুল আজিজ রাজু, কাজী মোঃ আব্দুল্লাহ, সন্দীপ শুভ, আয়ান আরাফাত, নাজমুন নাহার শারমিন, বদরুন্নাহার শাম্মী, ফরিদা ইয়াসমীন, তাহসিন নাজিফা, আলী আশরাফ চৌধুরী খালেদ, আব্দুল্লাহ আল মামুন, মো. আঙ্গুর মিয়া, লিয়াকত আলী খান, মো. আব্দুল মুকিত শাহীন, মো. জয়নাল উদ্দিন, মো. বেলাল উদ্দিন, মো. সোহেল আহমদ, মো. বিলাল আহমদ, মোস্তাক হোসেন মিলাদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. তালহা জুনেদ, মোস্তাক হোসেন, মো. জাহিদ নূর, শাহ নূর চৌধুরী, সুহেনা আক্তার চৌধুরী হেনা, আব্দুল মোমিন, মো. নাসিরুজ্জামান (নাজিম) এডভোকেট, শাহানা পারভীন খান, চৌধুরী নাজমিন খান, কবি নাজমুল আনসারী, লায়লা পারভীন খান, আব্দুল কাহের ফয়সল, শামিমা খানম, মরিয়ম খানম, সৈয়দা শান্তা আহমেদ জিলানী, সৈয়দা কান্তা আহমেদ জিলানী, আর্নিকা তামান্না কোরেশী, নিশাত কান্তা, এনাম আহমেদ, আদিল আহমেদ, আবিয়া আহমেদ, আব্দুল আহাদ মিঠু, মেহেক, আবিয়া, মো. আব্দুল কাইয়ূম শেখ, লিলি আক্তার, নাসিমা বেগম, জুবের আহমদ সার্জন, ধ্রুব গৌতম, মোহাম্মদ ইমান্নাত রহমান, মো. এহসান সিফাত, মাহবুব হাসান সানী, কানাজ রহিম জিহান, শিব্বির আহমদ, রুয়েব আহমদ, ফয়সল আহমদ, বেলাল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo