১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৩

৬ দফা বাস্তবায়নের দাবিতে রশীদপুরে অবস্থান কর্মসূচি

সোনার সিলেট ডটকম
  • আপডেট বৃহস্পতিবার, মার্চ ৪, ২০২১,

সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর ত্রিমুখী পয়েন্টে গোলচত্বর, ৬ লেন প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত স্পীড ব্রেকার, স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ, রশীদপুর পয়েন্টের দুই পাশ প্রশস্তকরণ, যাত্রী ছাউনী ও রোড সাইন স্থাপনসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে বুধবার সিলেটের বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও ওসমানীনগর উপজেলাবাসী সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে।
নিরাপদ রশীদপুর বাস্তবায়ন পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়। দুপুর ১২টায় শেষ হয়। ২ ঘন্টা অবস্থান কর্মসূচিতে সরকার ও কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কর্মসূচিতে তিন উপজেলার সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে অংশ নেন। সংগঠনগুলো হচ্ছে নিরাপদ রশীদপুর বাস্তবায়ন পরিষদ, বিশ্বনাথ, ওসমানীনগর, জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি, এম.এ. মজনু ফোরাম, বিশ্বনাথ, রাজাপুর সমাজকল্যাণ সংস্থা, দক্ষিণ সুরমা, মানবতা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা, বিশ্বনাথ, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা, বিশ্বনাথ, ন্যাশনাল স্পোটিং ক্লাব, লালাবাজার, আমরা ভুক্তভোগী এলাকাবাসী, ও সোনার বাংলা ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা বিশ্বনাথ।
নিরাপদ রশীদপুর বাস্তবায়ন পরিষদের আহবায়ক শেখ মো. আজাদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ শহিদুল ইসলাম সাহিদ এবং মোহাম্মদ আমীর আলীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুহিত হোসেন, সুফি শামসুল ইসলাম, জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির সভাপতি মুমিন মুর্তুজা শিপন, সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, বিএনপি নেতা আসাদুজামান নূর আসাদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আশিক আলী, ইউপি সদস্য জহুর আলী, আব্দুল মোমিন মামুন, যুবলীগ নেতা সেবুল আহমদ, ফয়জুল ইসলাম জয়, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক নবীন সুহেল, ছাত্রনেতা লায়েক আহমদ জিকু, তোয়াজিদুল হক তুহিন, তানিমুল ইসলাম, ইমরান আহমদ সুমন, সংগঠক আব্দুল খালিক, মুহিত হোসেন, লোকমান হোসেন, আব্দুল মান্নান রিপন, শেখ শাহিদুর রহমান, মনোহর হোসেন মুন্না, ইমাদউদ্দিন দয়াল, রাহেল আহমদ, সফিক আহমদ পিয়ার, শেখ ফজর রহমান, ফজল খান, লায়েক আহমদ টিপু, ইমাদউদ্দিন, আশিক আলী, প্রবাসী আহাদ উল্লাহ, সাহিদুল ইসলাম তুহিন, কাওছার আহমদ, আমিনুর রহমান শিপ্তা প্রমুখ। এসময় তিন উপজেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচির পূর্বে সিলেট-ঢাকা মহাসড়কে দূর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা আলতাব হোসেন, জাবেদ আহমদ, শেখ ফজর রহমান, জামাল আহমদ, সামসুল ইসলাম, তৈমুছ আলী, শাহ মুজিবুর রহমান বাছন, ফিরোজ মিয়া, শাহ কবির আহমদ, জয়নাল আহমদ, এনাম আহমদ,আব্দুল হক, মাহবুব আহমদ, সেলিম আহমদ, আবুল কালাম রুনু, শাহ শহিদুল ইসলাম সুজা, হারুন মিয়া, হাসান, শাহ হাবিবুর রহমান, হাফিজুর রহমান টিপু, দরছ মিয়া, আব্দুল খালিক, সিতাব আলী, জমির আলী, রফিক মিয়া, লুৎফুর রহমান, মুহিব উদ্দিন সুজাত, মোতাহির আলী, শহিদ আলী, খান, শানুর মিয়া, শেখ সেলিম, আবুল হোসেন, জাহেদ আহমদ, সালেক আহমদ, শেখ আফজাল, আব্দুল ওয়াদুদ, রিয়াজ উদ্দীন তালুকদার, সাবেলুর রহমান চৌধুরী, রাসেদুল ইসলাম রাসেল,শাহ জুম্মান আহমদ, আব্দুস সামাদ, জামাল আহমদ, আব্দুল আলী, রায়হান আহমদ, মো. আশরাফুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আব্দুল মুবীন, শিমুল আহমদ, সিরাজ উদ্দীন, জয়ন্ত গোস্বামী, মুহিবুর রহমান বাদশা, রাকিব, খোকন, সুজন, জুবের আহমদ, শিব্বির আহমদ, কুতুব উদ্দীন, কামরুল, রুমন, ইসহাক আলী, শহীদ, খছরু, আরমান আলী, মিলাদ মিয়া, তাজুল ইসলাম, আব্দুস সালাম, জামাল উদ্দিন, জালাল উদ্দিন রাজা, ইমন আহমদ, আল-আমিন, সুজন আহমদ, জয়নুল আবেদীন, রাজা মিয়া, মামুন আহমদ, জুমেল আহমদ, রেজুওয়ান, জাহিদ, মিনার, সামাদ, শেখ রাহিন আহমদ, মোহাম্মদ খালেদ হাসানসহ তিন উপজেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo